রাজশাহীতে আন্তর্জাতিক ট্রানজেন্ডার দিবস পালন
- আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে শুক্রবার রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক ট্রানজেন্ডার দিবস পালন করা হয়। এ দিবস উপলক্ষে সকালে তৃথীয় লিঙ্গেও জনগণ রাজশাহী মহানগরীর শিরোইল এলাকার শুভ পেট্রোল পাম্পের সামনে মানববন্ধন করেন। শেষে দিনের আলো হিজড়া সংঘের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
বিশেষ অতিথি হিসেবে দিনের আলো হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী আশফিয়া আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান ও কোষাধ্যক্ষ মোস্তফা আহম্মেদসহ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির অন্যান্য সদস্যগণ।
মোহনা সভাপতির বক্তব্যে তৃতীয় লিঙ্গের জনগণকে সরকারীভাবে স্বীকৃতি প্রদান করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সরকার যদি তাদের স্বীকৃতি না দিত তাহলে তারা সারাজীবন অবহেলাতেই রয়ে যেত। তবে সরকারী ভাবে অনেক কিছুই তাদের ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। এগুলো দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।