ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজপথ ইজারা দেইনি, আমাদের কর্মসূচি চলবে: তথ্যমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

বিএনপি রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য করতে চায় এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আমাদের সবসময় কর্মসূচি ছিল, সেটা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে রাজনৈতিক ‘দৈন্য আখ্যা’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতারা। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের সবসময় কর্মসূচি ছিল ও থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে তারা প্রতিটি ইউনিয়নে পদযাত্রা করেছে। কিন্তু আমরা তাদের কোনো ক্ষতি করিনি। অথচ দেশবাসী দেখেছেন যে, আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি পুড়িয়েছে তারা। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। তা গণমাধ্যমেও উঠে এসেছে।’

ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটটি একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে। সেটি কেমন কাজ করছে, তিনি জানতে চেয়েছেন। আমি বলেছি, আমাদের দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। শুরুতে যদিও কিছু ছোটোখাটো সমস্যা ছিল, এখন সেগুলো আর নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কী? এখনও তো রমজান আসেনি। রমজান আসতে এখনও আরও একমাস বাকি। তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া। অসৎ ব্যবসায়ী-মজুতদারদের উৎসাহ দেওয়া যে তোমরা দাম বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে।’

বিএনপির রাজনীতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপি দলের জন্য কোনো রাজনীতি করে না, রাজনীতি করে নিজেদের জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তারা যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। কাউকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজপথ ইজারা দেইনি, আমাদের কর্মসূচি চলবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

বিএনপি রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য করতে চায় এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আমাদের সবসময় কর্মসূচি ছিল, সেটা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে রাজনৈতিক ‘দৈন্য আখ্যা’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতারা। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের সবসময় কর্মসূচি ছিল ও থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘কয়েক দিন আগে তারা প্রতিটি ইউনিয়নে পদযাত্রা করেছে। কিন্তু আমরা তাদের কোনো ক্ষতি করিনি। অথচ দেশবাসী দেখেছেন যে, আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি পুড়িয়েছে তারা। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। তা গণমাধ্যমেও উঠে এসেছে।’

ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটটি একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে। সেটি কেমন কাজ করছে, তিনি জানতে চেয়েছেন। আমি বলেছি, আমাদের দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। শুরুতে যদিও কিছু ছোটোখাটো সমস্যা ছিল, এখন সেগুলো আর নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কী? এখনও তো রমজান আসেনি। রমজান আসতে এখনও আরও একমাস বাকি। তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া। অসৎ ব্যবসায়ী-মজুতদারদের উৎসাহ দেওয়া যে তোমরা দাম বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে।’

বিএনপির রাজনীতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপি দলের জন্য কোনো রাজনীতি করে না, রাজনীতি করে নিজেদের জন্য, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য। তারা যেভাবেই হোক ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। কাউকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।’