রসিক নির্বাচনঃ বিপুল ভোটে লাঙ্গলের জয়
- আপডেট সময় : ০৬:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা আবার মেয়র নির্বাচিত হলেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১২টায ২২৯ কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়ল হাতপাখা প্রাতীকে পান ৪৯ হাজার ৮৯২ ভোট।
আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীক ৩৩ হাজার ৮৮৩, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হোসেনে আরা লুৎফা ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়েছেন।
বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ডাব প্রতীক ১০ হাজার ৫৪৯, জাকের পার্টির খোরশেদ আলম গোলাপ ফুল নিয়ে ৫ হাজার ৮০৯, খেলাফত মজলিসের তৌহিদুল রহমান মন্ডল দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪, মেহেদী হাসান (স্বতন্ত্র প্রার্থী) হরিণ প্রতীকে ২ হজার ৬৭৯, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী শফিয়ার রহমান মশাল প্রতীকে ৫ হাজার ১৫৬ ভোট পান। সর্বমোট ২ লাখ ৭৯ হাজার ৯৩৬ ভোট পড়েছে।
এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও ৩৩ ওয়ার্ডে ৩৩ সাধারণ কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এ সময় অন্যান্য নির্বাচনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজের কেন্দ্রে হেরে গেছেন নৌকার প্রাথী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি বাড়ির ১০০ গজ দূরত্বে থাকা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছে। লাঙ্গল প্রতীক ১৬৬ ভোট পেয়ে প্রথম ও দ্বিতীয় হন মিলন হাতি প্রতীক নিয়ে (১৪৪ ভোট)।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কিন্তু ইভিএম বিড়ম্বনায় ভোট গ্রহণে দেরি হয়।