রমজানে ৪ কোটি লিটার জমজমের পানি বিতরণ করবে সৌদি

- আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
পবিত্র হারাম শরিফে আসন্ন রমজানে পবিত্র জমজম কুপের ৪ কোটি লিটার পানি বিতরণ করবে সৌদি আরব। এ উপলক্ষে বাড়তি ২০ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। রমজানের শুরু থেকেই এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
সাধারণত রমজান মাসে সবচেয়ে বেশি মুসলিম ওমরাহ পালন ও ইবাদতের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদুল হারামে আসেন।
গ্র্যান্ড মসজিদের জমজম বিভাগের প্রধান আবদুল রহমান আল জাহরানি বলেছেন, ইবাদতকারীদের জন্য পবিত্র পানি সহজলভ্য করার জন্য বিভিন্ন জায়গায় ৩০ হাজারের বেশি পাত্র ছড়িয়ে দেওয়া হয়েছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএকে তিনি বলেন, ‘দক্ষতা এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য অধিদপ্তর ১,৪২৩ জন কর্মী নিয়োগ করেছে।’
ওই কর্মকর্তা জানান, বিষয়গুলোর দায়িত্বে নিয়োজিত জেনারেল প্রেসিডেন্সি রোবট এবং ৮০টি স্মার্ট কার্ট ব্যবহার করে পবিত্র কাবার আঙ্গিনাজুড়ে জমজমের পানির সহজলভ্যতা বাড়ানো হয়েছে।
আবদুল রহমান আল জাহরানি বলেন, আমাদের কর্মীরা তত্ত্বাবধায়ক এবং পর্যবেক্ষণ ট্যুর বাড়িয়েছে। তারা বিভিন্ন পাত্র থেকে নমুনা নিয়ে গুণমান নিশ্চিত করতে ল্যাবে পাঠায়। কার্ট এবং রেফ্রিজারেশন সুবিধাও ক্রমাগত রক্ষণাবেক্ষণ করা হয়।’
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে সতর্কতার অংশ হিসাবে গ্র্যান্ড মসজিদে জমজমের বোতল বিতরণের জন্য গত বছর হজের সময় রোবট ব্যবহার করা হয়েছিল।