রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
- আপডেট সময় : ১০:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র রমজানে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এই অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। আগে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হলেও জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে এখন সকাল ৯টা থেকে চারটা পর্যন্ত অফিস সূচি চলমান আছে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচি নিজেরা নির্ধারণ করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।