ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে মুম্বাইয়ে শত শত বিয়ে পিছিয়ে দেয়া হয়…

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে

শাহরুখ খান মানেই কোটি মানুষের আবেগ, ভালোবাসা। যার ক্যারিশমায় মুগ্ধ ৮ থেকে ৮০, যুবক থেকে বৃদ্ধ। কিন্তু জানেন কি, একবার কিং খানের জন্য মুম্বাইয়ে শত শত বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ের আয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালি ও শাহরুখের একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো একটি শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে ভাবুন সেই ছবির প্রোডাকশন কী বিশালাকার ছিল।

আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে। সিনেমাটির নাম, দেবদাস। ২০০১ সালে এই ছবির জন্যই মুম্বাইয়ের বহু বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল।

‘দেবদাস’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান। সম্প্রতি তিনি এ ঘটনার সবিস্তার জানিয়েছেন ফ্রাইডে টকিজকে। সিনেমায় তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন ছবির প্রোডাকশন স্কেল কী বিশাল ছিল।

বিনোদ প্রধান জানান, ১ কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা বানানো হয়েছিল মুম্বাইয়ে। তার কথায়, ‘আমি আমার সহকারীদের নিয়ে দেখতে গিয়েছিলাম যে কীভাবে সেট বানানো হচ্ছে। যা দেখি রীতিমত চমকে যাই। আমরা ভাবতে শুরু করি, কীভাবে এখানে আলো লাগানো হবে। সেটের একদম শেষ মাথায় ১০০ ওয়াটের একটি লাইট লাগাতে বলি আমার এক সহকারীকে। তারপর ধীরে ধীরে গোটা সেটে আলো লাগানো হয়। মুম্বাইয়ে যত জেনারেটর ছিল সব ব্যবহার করে ফেলি সেই সেটের জন্য।’

তিনি জানান, ‘এটার জন্য বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল। আমরাই সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে গিয়েছিল। তারা আমাদের বলেছিল, বিনোদজি আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে বহু মানুষ বিয়ে ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। কারণ সেই বিয়েতে ব্যবহার করার মতো কোনও জেনারেটর আর সেই শহরে বাকি ছিল না।’

‘দেবদাস’ ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত।

উল্লেখ্য, ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এটি আয় করেছিল ১৬৮ কোটি। সেই সময়ে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি, যা ব্লকবাস্টারের তকমা পেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যে কারণে মুম্বাইয়ে শত শত বিয়ে পিছিয়ে দেয়া হয়…

আপডেট সময় : ১১:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

শাহরুখ খান মানেই কোটি মানুষের আবেগ, ভালোবাসা। যার ক্যারিশমায় মুগ্ধ ৮ থেকে ৮০, যুবক থেকে বৃদ্ধ। কিন্তু জানেন কি, একবার কিং খানের জন্য মুম্বাইয়ে শত শত বিয়ে স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ের আয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালি ও শাহরুখের একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো একটি শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে ভাবুন সেই ছবির প্রোডাকশন কী বিশালাকার ছিল।

আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে। সিনেমাটির নাম, দেবদাস। ২০০১ সালে এই ছবির জন্যই মুম্বাইয়ের বহু বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল।

‘দেবদাস’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন বিনোদ প্রধান। সম্প্রতি তিনি এ ঘটনার সবিস্তার জানিয়েছেন ফ্রাইডে টকিজকে। সিনেমায় তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন ছবির প্রোডাকশন স্কেল কী বিশাল ছিল।

বিনোদ প্রধান জানান, ১ কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা বানানো হয়েছিল মুম্বাইয়ে। তার কথায়, ‘আমি আমার সহকারীদের নিয়ে দেখতে গিয়েছিলাম যে কীভাবে সেট বানানো হচ্ছে। যা দেখি রীতিমত চমকে যাই। আমরা ভাবতে শুরু করি, কীভাবে এখানে আলো লাগানো হবে। সেটের একদম শেষ মাথায় ১০০ ওয়াটের একটি লাইট লাগাতে বলি আমার এক সহকারীকে। তারপর ধীরে ধীরে গোটা সেটে আলো লাগানো হয়। মুম্বাইয়ে যত জেনারেটর ছিল সব ব্যবহার করে ফেলি সেই সেটের জন্য।’

তিনি জানান, ‘এটার জন্য বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল। আমরাই সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে গিয়েছিল। তারা আমাদের বলেছিল, বিনোদজি আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে বহু মানুষ বিয়ে ক্যানসেল করতে বাধ্য হয়েছেন। কারণ সেই বিয়েতে ব্যবহার করার মতো কোনও জেনারেটর আর সেই শহরে বাকি ছিল না।’

‘দেবদাস’ ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত।

উল্লেখ্য, ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এটি আয় করেছিল ১৬৮ কোটি। সেই সময়ে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি, যা ব্লকবাস্টারের তকমা পেয়েছিল।