সংবাদ শিরোনাম ::
যুবদল সহ-সভাপতি নয়নের কারামুক্তি
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৭:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
কারামুক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
২০২২ সালের ২৬ মে পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে ছিলেন এ যুবদল নেতা। গত রোববার উচ্চ আদালত তাকে জামিন দেন।
রাজশাহীতে বিএনপির সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে গত বছর ৩ ডিসেম্বর রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই মামলায় টুকু-নয়ন এজাহারভুক্ত আসামি ছিলেন না। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছিলো এবং চারদিনের রিমান্ডে নিয়েছিলো পুলিশ।