ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মাঝেও চলছে লড়াই, ভয়ংকর ‘জীবাণু বোমা’র হুমকিতে সুদান

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও দেশটির বেশ কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। দেশটিতে ১২ দিনের সংঘর্ষে ইতিমধ্যে চারশোর বেশি মানুষ নিহত হয়েছে।

বিবিসি জানায়, রাজধানী খার্তুমে টেলিভিশন ও রেডিও ভবনের কাছে লড়াই ছড়িয়ে পড়েছে। সেখানে নেই কোনো জ্বালানি, রয়েছে ডাক্তারের সংকট। তা ছাড়া খাদ্য ও অর্থের চরম অভাব দেখা দিয়েছে। বিশেষ করে বেশি সংকটে পড়েছে খার্তুম ও ওমদুরমানের বাসিন্দারা।

এমন মানবিক সংকটের মধ্যেই যুদ্ধকবলিত দেশটিতে আশঙ্কা দেখা দিয়েছে মারাত্মক ‘জীবাণু বিপর্যয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলছে, দেশটির ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি প্রতিপক্ষ আধাসামরিক বাহিনী আরএসএফের দখলে যাওয়ায় ‘জীবাণু বোমা’ হামলার মতো মহাবিপর্যয়ের শঙ্কা দেখা দিতে পারে।

মঙ্গলবার সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি দখলে নেয় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। ল্যাবরেটরিটিতে পোলিও, হাম ও কলেরার জীবাণু সংরক্ষণ করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হলে ও প্রশিক্ষিত কর্মীরা সেখানে প্রবেশ করতে না পারলে জীবাণু ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। ল্যাবরেটরিটি সামরিক বাহিনীর দখলে যাওয়ায় মহাবিপদের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ১৫ এপ্রিল সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে।

এ ঘটনার ফলে এরই মধ্যে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। লড়াই বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুদ্ধবিরতির মাঝেও চলছে লড়াই, ভয়ংকর ‘জীবাণু বোমা’র হুমকিতে সুদান

আপডেট সময় : ০৯:৫৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেও দেশটির বেশ কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। দেশটিতে ১২ দিনের সংঘর্ষে ইতিমধ্যে চারশোর বেশি মানুষ নিহত হয়েছে।

বিবিসি জানায়, রাজধানী খার্তুমে টেলিভিশন ও রেডিও ভবনের কাছে লড়াই ছড়িয়ে পড়েছে। সেখানে নেই কোনো জ্বালানি, রয়েছে ডাক্তারের সংকট। তা ছাড়া খাদ্য ও অর্থের চরম অভাব দেখা দিয়েছে। বিশেষ করে বেশি সংকটে পড়েছে খার্তুম ও ওমদুরমানের বাসিন্দারা।

এমন মানবিক সংকটের মধ্যেই যুদ্ধকবলিত দেশটিতে আশঙ্কা দেখা দিয়েছে মারাত্মক ‘জীবাণু বিপর্যয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলছে, দেশটির ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি প্রতিপক্ষ আধাসামরিক বাহিনী আরএসএফের দখলে যাওয়ায় ‘জীবাণু বোমা’ হামলার মতো মহাবিপর্যয়ের শঙ্কা দেখা দিতে পারে।

মঙ্গলবার সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি দখলে নেয় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। ল্যাবরেটরিটিতে পোলিও, হাম ও কলেরার জীবাণু সংরক্ষণ করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হলে ও প্রশিক্ষিত কর্মীরা সেখানে প্রবেশ করতে না পারলে জীবাণু ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। ল্যাবরেটরিটি সামরিক বাহিনীর দখলে যাওয়ায় মহাবিপদের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ১৫ এপ্রিল সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে।

এ ঘটনার ফলে এরই মধ্যে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। লড়াই বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।