যুক্তরাষ্ট্রে নাজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ বাতিল

- আপডেট সময় : ১১:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে হংকংয়ে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। ফলে সেখানকার দর্শকরা ক্ষেপে যান মেসির বিপক্ষে। এরই ধারাবাহিকতায় আগামী মার্চে নাইজেরিয়ার বিপক্ষে হতে চলা আর্জেন্টিনার ম্যাচটি বাতিল করে চীনা কর্তৃপক্ষ। তবে চীন মুখ ফেরালেও আলবিসেলেস্তেদের জন্য আরেকটি দরজা খুলে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
চীনে বাতিল হওয়া নাইজেরিয়া ম্যাচসহ আর্জেন্টিনার আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। তবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাইজেরিয়ার বিপক্ষে মেসিদের ম্যাচটি যুক্তরাষ্ট্রেও হচ্ছে না।
যুক্তরাষ্ট্রে প্রবেশে নাইজেরিয়া ফুটবলারদের ভিসাজনিত জটিলতা সৃষ্টি হওয়ার কারণেই ম্যাচটি বাতিল করা হয়েছে।
এদিকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি বাতিল হলেও মার্চে যুক্তরাষ্ট্রে দুইটি ম্যাচই খেলবেন মেসিরা।আগে থেকেই ঠিক হয়ে থাকা ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে ম্যাচে খেলবেন আলবিসেলেস্তেরা। এরপর নাইজেরিয়ার বদলে মেসিরা ২৬ মার্চ মাঠে নামবেন কোস্টারিকার বিপক্ষে।
কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রেই আরও দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর মেসিরা ১৪ জুন খেলবেন গুয়াতেমালার বিপক্ষে।