যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে প্রথম নারী নৌপ্রধান
- আপডেট সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্য লিসা ফ্রাঞ্চেতি নামের একজন নারী অ্যাডমিরালকে বেছে নিয়েছেন।
লিসা ফ্রাঞ্চেতি সাউথ কোরিয়ায় মার্কিন ষষ্ঠ নৌবহর এবং বিমানবাহী রণতরী স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন।
বিবিসি জানায়, ‘এক বিবৃতিতে জো বাইডেন বলেন, লিসা ফ্রাঞ্চেতি পরিচালনামূলক এবং নীতি উভয় ক্ষেত্রেই ব্যাপক দক্ষতা এবং তিনি এই দায়িত্বের জন্য নির্বাচিত হলে আবার ইতিহাস তৈরি করবেন।’
মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফ্রাঞ্চেতি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের প্রথম পছন্দ ছিলেন না, যিনি তার পরিবর্তে স্যামুয়েল পাপারোকে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে সুপারিশ করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন পাপারোকেও পদোন্নতি দিয়েছিলেন, তাকে প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার জন্য মনোনীত করেছিলেন।
ফ্রাঞ্চেতি বর্তমান নৌ প্রধানের চার বছরের মেয়াদ শেষ হয়ে গেলে আগামী আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করবেন। তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটরের সমালোচনা করে বলেছেন, ‘সিনেটর টিউবারভিল যা করছেন তা কেবল ভুল নয়, তা আগামীর জন্য বিপদ’।