সংবাদ শিরোনাম ::
যশোরে বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ, শিশুসহ নিহত ৭

দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
যশোরের বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। শুক্রবার (৭ জূলাই) বিকেলে সদর উপজেলার লেবুতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস লেবুতলা বাজার এলাকায় পৌছালে ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।