ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চুরখাই একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ ইমনকে ২০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালীবাড়ী পুরাতন গোদারাঘাট বউ বাজার থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী চায়না মোড় থেকে মিলগেইট বাজারগামী থেকে মাদক মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, স্বপন মিয়া, শ্যামল চন্দ্র ষোষকে ৩ শত গ্রাম গাজাসহ,
এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম চরনিলক্ষীয়া ফকির বাড়ী এলাকা থেকে মারামারি মামলার আসামী রিয়াজুল আদব, হানিফ ফকির, রিনা আক্তার,
এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শহিদ, এএসআই ভোলনাথ সাহা ২নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তানিম মিয়া, মৃদুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আলা উদ্দিন, উত্তম কুমার, রিফাত আল আফসানী এবং এএসআই রেজাউল করিম পৃথকভাবে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসানীসহ আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন তপন, শফিকুল ইসলাম ও নাহিদা হাফিজ। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি অভিযানকে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।