ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাত্র ১২ঘন্টায় চোর ধরলো কোতোয়ালী পুলিশ

আরিফ রববানী , ময়মনসিংহ ||
  • আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি হওয়ার ১২ঘন্টার মাঝেই আন্তঃজেলা চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

সোমবার (১লা মে) দুপুরে কোতোয়ালি মডেল থানার আওতাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে থানার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর সংগীয় এএসআই(নিঃ) মাসুম এবং এএসআই (নিঃ) ছামিউল ইসলামসহ পুলিশের একটি অভিযানিক টিম ভিডিও ফুটেজ এর উপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোকছেদ (৩৫),। তার পিতার নাম মৃত মানিক মিয়া । সে দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন (জনৈক আনোয়ারা বেগম এর বাসার ভাড়াটিয়া), ভাসমান। এসময় তার নিকট তেকে চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর ১২ঘন্টা আগে মোকছেদ এর নামে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানানা- মোখসেদ ময়মনসিংহ শহরের কুখ্যাত চোর। কোতোয়ালী মডেল থানার পুলিশ গ্রেফতার করার পরও সে চুরির লাইসেন্স চায়। সে শুধু পুলিশকেই নয় কয়েকজন গনমাধ্যম কর্মীদের কাছেও এমন দাবী করেছে। সে এক ভংকর চোর। চুরিই তার পেশা।তার নামে বিভিন্ন থানায় ৩ডজনখানেক মামলা রয়েছে।ওসি জানান-৩০ এপ্রিল দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার ঘাগড়া গোপালনগর বাজারে আহাদ টেলিকম বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি করে।

ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনায় এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ০১/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.১০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা (যাহার মালিক জনৈক আনোয়ারা বেগম) এর ভিতর হইতে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত হইতে অত্র মামলার চোরাইল মালামাল ০২ (দুই) টি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ ৫,৩০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করিলে আসামী চুরির ঘটনায় নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

ওসি শাহ কামাল আকন্দ জানান-এছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী নিম্নোক্ত ০৬টি মামলায় অভিযুক্ত-১/ গৌরীপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-২১৬, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১১.৩০ ঘটিকা। ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; ২। গৌরীপুর থানার ,এফআইআর নং-১/১৩২, তারিখ- ০১ জুন, ২০২২; জি আর নং-১৩২, তারিখ- ০৯ নভেম্বর, ২০২২; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৩। গৌরীপুর থানার ,এফআইআর নং-৩৬/১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; জি আর নং-১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; সময়- ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ ৪। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-৫০/৪১৫, তারিখ- ১৬ মে, ২০২০; সময়- বিকাল ১৬.১৫ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ ৫। ঈশ্বরগঞ্জ থানার ,এফআইআর নং-১/৩১২, তারিখ- ০১ আগস্ট, ২০১৮; সময়- ২২.৪০ ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৬। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-২৫, তারিখ- ০৮ নভেম্বর, ২০১৬; সময়- ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০ সহ প্রায় ৩তজন মামলা রয়েছে মোকছেদ এর নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে মাত্র ১২ঘন্টায় চোর ধরলো কোতোয়ালী পুলিশ

আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি হওয়ার ১২ঘন্টার মাঝেই আন্তঃজেলা চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

সোমবার (১লা মে) দুপুরে কোতোয়ালি মডেল থানার আওতাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে থানার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর সংগীয় এএসআই(নিঃ) মাসুম এবং এএসআই (নিঃ) ছামিউল ইসলামসহ পুলিশের একটি অভিযানিক টিম ভিডিও ফুটেজ এর উপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোকছেদ (৩৫),। তার পিতার নাম মৃত মানিক মিয়া । সে দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন (জনৈক আনোয়ারা বেগম এর বাসার ভাড়াটিয়া), ভাসমান। এসময় তার নিকট তেকে চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর ১২ঘন্টা আগে মোকছেদ এর নামে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানানা- মোখসেদ ময়মনসিংহ শহরের কুখ্যাত চোর। কোতোয়ালী মডেল থানার পুলিশ গ্রেফতার করার পরও সে চুরির লাইসেন্স চায়। সে শুধু পুলিশকেই নয় কয়েকজন গনমাধ্যম কর্মীদের কাছেও এমন দাবী করেছে। সে এক ভংকর চোর। চুরিই তার পেশা।তার নামে বিভিন্ন থানায় ৩ডজনখানেক মামলা রয়েছে।ওসি জানান-৩০ এপ্রিল দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার ঘাগড়া গোপালনগর বাজারে আহাদ টেলিকম বিকাশের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকা চুরি করে।

ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ফুটেজ পর্যালোচনায় এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ০১/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৩.১০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা (যাহার মালিক জনৈক আনোয়ারা বেগম) এর ভিতর হইতে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত হইতে অত্র মামলার চোরাইল মালামাল ০২ (দুই) টি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ ৫,৩০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করিলে আসামী চুরির ঘটনায় নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

ওসি শাহ কামাল আকন্দ জানান-এছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী নিম্নোক্ত ০৬টি মামলায় অভিযুক্ত-১/ গৌরীপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-২১৬, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১১.৩০ ঘটিকা। ধারা- ৪৫৪/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; ২। গৌরীপুর থানার ,এফআইআর নং-১/১৩২, তারিখ- ০১ জুন, ২০২২; জি আর নং-১৩২, তারিখ- ০৯ নভেম্বর, ২০২২; সময়- ১২.৩০ ঘটিকা ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০; ৩। গৌরীপুর থানার ,এফআইআর নং-৩৬/১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; জি আর নং-১৩০, তারিখ- ২৭ মে, ২০২২; সময়- ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০ ৪। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-৫০/৪১৫, তারিখ- ১৬ মে, ২০২০; সময়- বিকাল ১৬.১৫ ঘটিকা ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ ৫। ঈশ্বরগঞ্জ থানার ,এফআইআর নং-১/৩১২, তারিখ- ০১ আগস্ট, ২০১৮; সময়- ২২.৪০ ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৬। ময়মনসিংহ সদর থানার ,এফআইআর নং-২৫, তারিখ- ০৮ নভেম্বর, ২০১৬; সময়- ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০ সহ প্রায় ৩তজন মামলা রয়েছে মোকছেদ এর নামে।