মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ লক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজশাহী মহানগরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বরেন্দ্র জাদুঘরের সামনে থেকে র্যালী বের করেন নেতৃবৃন্দ। র্যালি নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর মালোপাড়াস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ করেন।
সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মৎসজীবী দলের নেতারা অতিসত্বর তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব মিথ্য্ মামলা প্রত্যাহার সহ কারাবন্দি সকল বিএনপি’র নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানান। নইলে মৎসজীবী দলের উদ্যোগে রাজশাহীতে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি প্লাবন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাহিদ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মিল্টন আলী ও মোহাম্মদ রজব, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।