ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মোদির কথায় অক্ষয়ের স্বস্তি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

গত বছর করোনা মহামারির চেয়েও বড় ধাক্কাটা খেয়েছে বলিউড। হিন্দি সিনেমা মানেই বয়কটের মুখে পড়া যেন একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এইতো কিছুদিন আগে শাহরুখের ‘পাঠান’ নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিল একদল। সেই দলে যোগ দিয়েছিলেন ভারতের ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরাও। এর পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপির জাতীয় বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, ‘সিনেমার ক্ষেত্রে কেউ কোনো অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না। যা আমাদের পরিশ্রমকে ছাপিয়ে যায়।’ আর সেই প্রসঙ্গেই এবার তাকে প্রশংসায় ভরালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মোদির কথায় যেন স্বস্তি খুঁজে পেয়েছেন অভিনেতা।

রবিবার (২২ জানুয়ারি) নতুন ছবি ‘সেলফি’র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন বলিউড খিলাড়ি। তখনই এই প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে অক্ষয় সমস্ত ঘটনাকে ইন্ডাস্ট্রির পক্ষে ভালো বলে দাবি করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন আশা করা যায় সব ভালোই হবে।

অক্ষয় বলেন, ‘ইতিবাচকতা থাকা খুব দরকার। আমাদের প্রধানমন্ত্রী যে সেই ইতিবাচক দিকটি বুঝতে পেরেছেন তাতেই ধন্য। উনি আমাদের ভারতের সব থেকে প্রভাবশালী ব্যক্তিত্ব। তার কোনো বক্তব্যের কারণে যদি ভালো বদল বা পরিবর্তন আসে তবে আমাদের শিল্পের জন্য, ইন্ডাস্ট্রির জন্য সত্যিই ভালো হবে। এবং আমি মনে করি অবশ্যই সেই পরিবর্তন হওয়া উচিত।’

কিছুদিন আগে একই বিষয় নিয়ে মুখ খোলেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি জানান, প্রধানমন্ত্রীর আরও অনেক আগেই এরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’ নির্মাতা।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ সিনেমাটি। এতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন সুপারস্টার অভিনেতার ভূমিকায়। এবং তার ভক্তের চরিত্রে থাকবেন ইমরান হাশমি। পরবর্তীতে এ দুজনের সম্পর্ক দ্বন্দ্বে মোড় নেয়। এটি মালয়ালম ‘ড্রাইভিং লাইসেন্স’ ছবির হিন্দি রিমেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদির কথায় অক্ষয়ের স্বস্তি

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

গত বছর করোনা মহামারির চেয়েও বড় ধাক্কাটা খেয়েছে বলিউড। হিন্দি সিনেমা মানেই বয়কটের মুখে পড়া যেন একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। এইতো কিছুদিন আগে শাহরুখের ‘পাঠান’ নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিল একদল। সেই দলে যোগ দিয়েছিলেন ভারতের ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরাও। এর পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপির জাতীয় বৈঠকে নরেন্দ্র মোদি বলেন, ‘সিনেমার ক্ষেত্রে কেউ কোনো অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না। যা আমাদের পরিশ্রমকে ছাপিয়ে যায়।’ আর সেই প্রসঙ্গেই এবার তাকে প্রশংসায় ভরালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মোদির কথায় যেন স্বস্তি খুঁজে পেয়েছেন অভিনেতা।

রবিবার (২২ জানুয়ারি) নতুন ছবি ‘সেলফি’র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন বলিউড খিলাড়ি। তখনই এই প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে অক্ষয় সমস্ত ঘটনাকে ইন্ডাস্ট্রির পক্ষে ভালো বলে দাবি করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন আশা করা যায় সব ভালোই হবে।

অক্ষয় বলেন, ‘ইতিবাচকতা থাকা খুব দরকার। আমাদের প্রধানমন্ত্রী যে সেই ইতিবাচক দিকটি বুঝতে পেরেছেন তাতেই ধন্য। উনি আমাদের ভারতের সব থেকে প্রভাবশালী ব্যক্তিত্ব। তার কোনো বক্তব্যের কারণে যদি ভালো বদল বা পরিবর্তন আসে তবে আমাদের শিল্পের জন্য, ইন্ডাস্ট্রির জন্য সত্যিই ভালো হবে। এবং আমি মনে করি অবশ্যই সেই পরিবর্তন হওয়া উচিত।’

কিছুদিন আগে একই বিষয় নিয়ে মুখ খোলেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি জানান, প্রধানমন্ত্রীর আরও অনেক আগেই এরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে করেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’ নির্মাতা।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ সিনেমাটি। এতে অক্ষয় কুমারকে দেখা যাবে একজন সুপারস্টার অভিনেতার ভূমিকায়। এবং তার ভক্তের চরিত্রে থাকবেন ইমরান হাশমি। পরবর্তীতে এ দুজনের সম্পর্ক দ্বন্দ্বে মোড় নেয়। এটি মালয়ালম ‘ড্রাইভিং লাইসেন্স’ ছবির হিন্দি রিমেক।