মেসি কবে মাঠে ফিরছেন ?
- আপডেট সময় : ০৮:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ব্যস্ততা শেষ। বিশ্রাম শেষে ফুটবলাররা নিজেদের ক্লাবে ফিরতে শুরু করেছেন। তবে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর শিরোপা জেতানো লিওনেল মেসি এখনও ছুটি কাটাচ্ছেন। অবশ্য তার দল পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, কবে নাগাদ মেসি মাঠে ফিরবেন।
মঙ্গলবার প্যারিসের ক্লাবটির কোচ বলেন, ‘তাকে বিশ্বকাপ জয় উদযাপনের জন্য আর্জেন্টিনায় ফিরতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ১ জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবে সে।’
তিনি আরও বলেন, ‘এরপর সে ফিরে আমাদের সঙ্গে যোগ দেবে, ২ বা ৩ জানুয়ারিতে। আমাদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামতে তাকে ১৩-১৪ দিনের রিকভারি সেশন পার করতে হবে।’
মেসি না ফিরলেও ফ্রান্সের হয়ে ফাইনালে খেলা ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। এছাড়া ব্রাজিলিয়ান তারকা নেইমারও মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন।
আগামী বুধবার লিগ ম্যাচে স্ত্রাসবুরের মুখোমুখি হবে পিএসজি। আর রোববার লঁসের বিপক্ষে খেলবে দলটি। তবে এই দুই ম্যাচে মেসির খেলা নিশ্চিত না।
আগামী ৬ জানুয়ারি ফরাসি কাপে শাতোহুর বিপক্ষে ও লিগ ওয়ানে ১১ জানুয়ারি অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। এই দুই ম্যাচে মেসিকে পাওয়ার সম্ভাবনা নেই।
বর্তমানে লিগ ওয়ানে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।