ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মুচির বাক্সে মিলল অর্থ কোটি টাকার হেরোইন!

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

সাজে মুচি মিঠুন দাস (২৬)। কাঁধে কাঠের বক্স ঝুলিয়ে জুতা সেলাই করে বেড়াতেন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে। কিন্তু আদতেই তিনি মাদক কারকারী। জুতা সেলাইয়ের আড়াতে দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্তি ছিলেন মিঠুন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় তার কাছে অর্ধকোটি টাকামূল্যের ৫১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এরপরই বেরিয়ে এসেছে থলের বিড়াল।

গ্রেপ্তার মিঠুন দাস রাজশাহীর বাঘা উপজেলার চকনারায়নপুর এলাকার সুনীল দাসের ছেলে। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোনীর ৩ নম্বর গলির অস্থায়ি বাসিন্দা।

র‌্যাব-৫ জানিয়েছে, মুচি পরিচয়ে রাজশাহী নগরীতে বসবাস করছিলেন মিঠুন। এই পরিচয়ে জেলার গোদাগাড়ী এবং পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন তিনি।

সঙ্গে থাকা কাঠের বাক্সে অভিনব কায়দায় মাদক পাচার করে আছিলেন এই যুবক। গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে যাবার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক আমিনুল ইসলাম এর নেতৃত্বে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুচির বাক্সে মিলল অর্থ কোটি টাকার হেরোইন!

আপডেট সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

সাজে মুচি মিঠুন দাস (২৬)। কাঁধে কাঠের বক্স ঝুলিয়ে জুতা সেলাই করে বেড়াতেন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে। কিন্তু আদতেই তিনি মাদক কারকারী। জুতা সেলাইয়ের আড়াতে দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্তি ছিলেন মিঠুন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় তার কাছে অর্ধকোটি টাকামূল্যের ৫১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এরপরই বেরিয়ে এসেছে থলের বিড়াল।

গ্রেপ্তার মিঠুন দাস রাজশাহীর বাঘা উপজেলার চকনারায়নপুর এলাকার সুনীল দাসের ছেলে। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোনীর ৩ নম্বর গলির অস্থায়ি বাসিন্দা।

র‌্যাব-৫ জানিয়েছে, মুচি পরিচয়ে রাজশাহী নগরীতে বসবাস করছিলেন মিঠুন। এই পরিচয়ে জেলার গোদাগাড়ী এবং পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন তিনি।

সঙ্গে থাকা কাঠের বাক্সে অভিনব কায়দায় মাদক পাচার করে আছিলেন এই যুবক। গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে যাবার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক আমিনুল ইসলাম এর নেতৃত্বে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়।