ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা ধ্বংস করেছে আ.লীগ: মোশাররফ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার ৫১ বছর পরেও ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের চেতনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে, অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।
‘আওয়ামী লীগ বাকশাল করেনি’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ বাকশাল করেনি এটা হাস্যকর, এর চেয়ে হাস্যকার কথা আর হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টার সময় থেকে দাঁড়িয়ে আছি। আমরা পৌনে ৫ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের নাম বাববার উচ্চারণ করা হয়েছে। তারা বারবার ঘুরে এসে অযথা সময় নষ্ট করেছে। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান ২১ ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুখঃজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছে।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা সেলিম রেজা হাবিব, নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা ধ্বংস করেছে আ.লীগ: মোশাররফ

আপডেট সময় : ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

স্বাধীনতার ৫১ বছর পরেও ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের চেতনাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে, অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।
‘আওয়ামী লীগ বাকশাল করেনি’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ বাকশাল করেনি এটা হাস্যকর, এর চেয়ে হাস্যকার কথা আর হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টার সময় থেকে দাঁড়িয়ে আছি। আমরা পৌনে ৫ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি। এখানে কয়েকটি প্রতিষ্ঠানের নাম বাববার উচ্চারণ করা হয়েছে। তারা বারবার ঘুরে এসে অযথা সময় নষ্ট করেছে। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান ২১ ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুখঃজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছে।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা সেলিম রেজা হাবিব, নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খান, মীর নেওয়াজ আলী নেওয়াজ সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন