ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মামলার পর আটক সাংবাদিক শামসুজ্জামান : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার পর তাকে আটক করা হয়েছে বলে জানান মন্ত্রী। তবে সিআইডি না অন্য কেউ তাকে আটক করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এই তথ্য দেন।

ভোর পাঁচটার দিকে আশুলিয়া থানার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার একটি বাসা থেকে সিআইডি পরিচয়ে শামসুজ্জামান শামসকে আটক করার অভিযোগ পাওয়া যায়। তিনি সাভারের দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

নিয়ে যাওয়ার সময় একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক জব্দ করা হয়। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তার ছবি তোলা হয়।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন তার নিজস্ব গতিকে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, মামলা করে বিচার চায়, থানায় গিয়ে মামলা করে তাহলে সেই অনুযায়ী কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতেই হবে৷ আমি যতটুকু জানি তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তবে সিআইডি না অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত নই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মামলার পর আটক সাংবাদিক শামসুজ্জামান : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলার পর তাকে আটক করা হয়েছে বলে জানান মন্ত্রী। তবে সিআইডি না অন্য কেউ তাকে আটক করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এই তথ্য দেন।

ভোর পাঁচটার দিকে আশুলিয়া থানার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার একটি বাসা থেকে সিআইডি পরিচয়ে শামসুজ্জামান শামসকে আটক করার অভিযোগ পাওয়া যায়। তিনি সাভারের দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

নিয়ে যাওয়ার সময় একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক জব্দ করা হয়। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তার ছবি তোলা হয়।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন তার নিজস্ব গতিকে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, মামলা করে বিচার চায়, থানায় গিয়ে মামলা করে তাহলে সেই অনুযায়ী কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতেই হবে৷ আমি যতটুকু জানি তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তবে সিআইডি না অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত নই।