সংবাদ শিরোনাম ::
মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের চার নেত্রীর পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি জেসমিনা খানম, আঁখি সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদ লিটার প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।