ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর আ.লীগ সম্পাদকের বহিস্কারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার বেলা ১১টার নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন। মানববন্ধনে নগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থীত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নাইমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, মহাগনর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক ছাত্রনেতা এ্যাভোটেক আবু রায়হান মাসুদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক।
প্রসঙ্গত, সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনার পরে থেকেই ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। তবে এই প্রথম রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে মাঠে নামলেন ডাবলু সরকারের বহিস্কারের দাবিতে।
যদিও ওই ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহানগর আ.লীগ সম্পাদকের বহিস্কারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার বেলা ১১টার নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন। মানববন্ধনে নগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থীত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নাইমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, মহাগনর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক ছাত্রনেতা এ্যাভোটেক আবু রায়হান মাসুদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক।
প্রসঙ্গত, সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনার পরে থেকেই ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। তবে এই প্রথম রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে মাঠে নামলেন ডাবলু সরকারের বহিস্কারের দাবিতে।
যদিও ওই ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।