ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুর ইস্যুতে মোদিকে আক্রমণ করে কথা বললেন রাহুল

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

ভারতীয় সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কথা বলেছেন। তিনি মোদিকে অহঙ্কারী রাবণ ও বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা চলাকালীন মোদিকে নিশানা করে এ কংগ্রেস নেতা বলেন, “আপনি পুরো দেশকে জ্বালিয়ে দিতে চাইছেন, প্রথমে মণিপুর, এখন হরিয়ানা। আপনি বিশ্বাসঘাতক। আপনি দেশপ্রেমিক নন।’ আপনি মণিপুরের সাধারণ মানুষের কন্ঠকে রোধ করার চেষ্টা করছেন।

ভারতের সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে এভাবে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

এ কংগ্রেস নেতা বলেন, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে। মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে মোদি সরকার। এই সরকার দেশদ্রোহী। রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, ‘আপনারা (বিজেপি) মণিপুরকে দু’ভাগে ভাগ করেছেন, ভেঙে দিয়েছেন।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘রাবণ দু’জনের কথা শুনতেন, প্রথম মেঘনাথ আর দ্বিতীয় কুম্ভকর্ণ। একইভাবে নরেন্দ্র মোদি দু’জনের কথা শোনেন, তারা হলেন অমিত শাহ আর আদানি। হনুমান লঙ্কা পোড়ায়নি। লঙ্কা পুড়েছিল রাবণের অহংকারে। আপনি সারা দেশে কেরোসিন ছড়াচ্ছেন। সারা দেশে আগুণ লাগাচ্ছেন। এটা মণিপুরে করেছেন, এখন আপনি হরিয়ানায় তা করছেন।’

প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষাকর্তা নন। আপনি ভারত মাতার হত্যাকারী। আমার এক মা এখানে বসে আছেন। অন্য মা’কে আপনি হত্যা করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে এক দিনে শান্তি ফেরাতে পারে। কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না।’

পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘জাতির ইতিহাসে এই প্রথমবার ‘ভারতমাতা’কে হত্যার কথা উঠল। কংগ্রেস দল এখানে হাততালি দিচ্ছে! ভারতের হত্যার বিষয়টি নিয়ে যারা হাততালি দেয়, তারা গোটা দেশকে ইঙ্গিত দিয়েছে যে কাদের মনে বিশ্বাসঘাতকতা। আজ, একজন ভারতীয় হিসেবে বলছি, মণিপুর খণ্ডিত নয়, এটি আমার দেশের অংশ’ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্যা টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মণিপুর ইস্যুতে মোদিকে আক্রমণ করে কথা বললেন রাহুল

আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

ভারতীয় সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কথা বলেছেন। তিনি মোদিকে অহঙ্কারী রাবণ ও বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা চলাকালীন মোদিকে নিশানা করে এ কংগ্রেস নেতা বলেন, “আপনি পুরো দেশকে জ্বালিয়ে দিতে চাইছেন, প্রথমে মণিপুর, এখন হরিয়ানা। আপনি বিশ্বাসঘাতক। আপনি দেশপ্রেমিক নন।’ আপনি মণিপুরের সাধারণ মানুষের কন্ঠকে রোধ করার চেষ্টা করছেন।

ভারতের সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে এভাবে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

এ কংগ্রেস নেতা বলেন, মণিপুরে ভারতকে হত্যা করা হয়েছে। মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে মোদি সরকার। এই সরকার দেশদ্রোহী। রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন, ‘আপনারা (বিজেপি) মণিপুরকে দু’ভাগে ভাগ করেছেন, ভেঙে দিয়েছেন।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ‘রাবণ দু’জনের কথা শুনতেন, প্রথম মেঘনাথ আর দ্বিতীয় কুম্ভকর্ণ। একইভাবে নরেন্দ্র মোদি দু’জনের কথা শোনেন, তারা হলেন অমিত শাহ আর আদানি। হনুমান লঙ্কা পোড়ায়নি। লঙ্কা পুড়েছিল রাবণের অহংকারে। আপনি সারা দেশে কেরোসিন ছড়াচ্ছেন। সারা দেশে আগুণ লাগাচ্ছেন। এটা মণিপুরে করেছেন, এখন আপনি হরিয়ানায় তা করছেন।’

প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষাকর্তা নন। আপনি ভারত মাতার হত্যাকারী। আমার এক মা এখানে বসে আছেন। অন্য মা’কে আপনি হত্যা করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে এক দিনে শান্তি ফেরাতে পারে। কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না।’

পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘জাতির ইতিহাসে এই প্রথমবার ‘ভারতমাতা’কে হত্যার কথা উঠল। কংগ্রেস দল এখানে হাততালি দিচ্ছে! ভারতের হত্যার বিষয়টি নিয়ে যারা হাততালি দেয়, তারা গোটা দেশকে ইঙ্গিত দিয়েছে যে কাদের মনে বিশ্বাসঘাতকতা। আজ, একজন ভারতীয় হিসেবে বলছি, মণিপুর খণ্ডিত নয়, এটি আমার দেশের অংশ’ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্যা টাইমস অব ইন্ডিয়া