ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ বিপদের মুখে ভারতের দুই শহর

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

সমুদ্রের পানির স্তর যে হারে বাড়ছে, তাতে বিশ্বের একাধিক শহর ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সমুদ্র গর্ভে চলে যেতে পারে বিশ্বের অত্যাধুনিক নানা শহর। সেই তালিকায় রয়েছে ভারতেরও দুই শহর। যেভাবে জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, তার জেরে বাড়ছে সমুদ্রের পানির স্তর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে বহু জনপদ।

সম্প্রতি এক গবেষণায় জানানো হয়েছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২১০০ সালের মধ্যে শহরগুলো উল্লেখযোগ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। গ্রিন হাউস গ্যাস নির্গত হতে থাকলে শহরগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে বলে মনে করছের গবেষকরা। নতুন একটি গবেষণায় দেখা গেছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভারতের দুটি শহর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

গবেষণা রিপোর্টে জানা গেছে, সমুদ্রের এই পানির স্তর বৃদ্ধি এশিয়ান মেগাসিটিগুলোর পাশাপাশি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ও পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।

গবেষক দলটি আরও জানিয়ছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি সংকটে পড়তে পারে বর্তমানে শতাব্দীতে। ভারতের চেন্নাই ও কলকাতা ছাড়াও এই তালিকায় রয়েছে ইয়াঙ্গুন, ব্যাংকক, হো চি মিন সিটি ও ম্যানিলার মতো এশিয়ান শহরগুলোও। এই গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে।

গত বছর এপ্রিলেও একটি সমীক্ষা প্রকাশ হয়েছিল। সেখানেও ২০৫০ সালের মধ্যে বেশ কয়েকটি ভারতীয় শহর ডুবতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মুম্বাই, কোচি, ম্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক নেটওয়ার্ক ডুবে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভয়াবহ বিপদের মুখে ভারতের দুই শহর

আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

সমুদ্রের পানির স্তর যে হারে বাড়ছে, তাতে বিশ্বের একাধিক শহর ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সমুদ্র গর্ভে চলে যেতে পারে বিশ্বের অত্যাধুনিক নানা শহর। সেই তালিকায় রয়েছে ভারতেরও দুই শহর। যেভাবে জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, তার জেরে বাড়ছে সমুদ্রের পানির স্তর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে বহু জনপদ।

সম্প্রতি এক গবেষণায় জানানো হয়েছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২১০০ সালের মধ্যে শহরগুলো উল্লেখযোগ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। গ্রিন হাউস গ্যাস নির্গত হতে থাকলে শহরগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে বলে মনে করছের গবেষকরা। নতুন একটি গবেষণায় দেখা গেছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভারতের দুটি শহর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

গবেষণা রিপোর্টে জানা গেছে, সমুদ্রের এই পানির স্তর বৃদ্ধি এশিয়ান মেগাসিটিগুলোর পাশাপাশি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ও পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।

গবেষক দলটি আরও জানিয়ছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি সংকটে পড়তে পারে বর্তমানে শতাব্দীতে। ভারতের চেন্নাই ও কলকাতা ছাড়াও এই তালিকায় রয়েছে ইয়াঙ্গুন, ব্যাংকক, হো চি মিন সিটি ও ম্যানিলার মতো এশিয়ান শহরগুলোও। এই গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে।

গত বছর এপ্রিলেও একটি সমীক্ষা প্রকাশ হয়েছিল। সেখানেও ২০৫০ সালের মধ্যে বেশ কয়েকটি ভারতীয় শহর ডুবতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মুম্বাই, কোচি, ম্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক নেটওয়ার্ক ডুবে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।

সূত্র: ওয়ান ইন্ডিয়া