ভোলাহাটে কোটি টাকার দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হিন্দুদের দেব-দেবী দূর্গা ও হনুমাণের ২টি মূর্তি উদ্ধার করেছে পুলিশ-বিজিবি। সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা প্রায় ৩টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামের চুরিয়ালীর মোড়ে রাস্তারধারে উঁচুঢিপ খনন করতে গিয়ে সন্ধান পাওয়া যায় মূর্তি দুটির।
স্থানীয় কামলা-কৃষকরা প্রথমে শক্তকিছু দেখতে পেয়ে জমির মালিককে ও পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ভোলাহাট থানা পুলিশ ও গিলাবাড়ী ক্যাম্প বিজিবি’র যৌথ নেতৃত্বে মূর্তি দু’টি উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. কাউসার আলম সরকারসহ পুলিশ ফোর্স ও বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানীর নায়েক জুয়েল ও গিলাবাড়ী বিজিবি ক্যাম্পের হাবিলদার খন্দকার খলিলুর রহমানসহ অনেকে।
উদ্ধারকৃত মূর্তির মধ্যে দূর্গাদেবীর ওজন-৮২ কেজি ও হনুমাণ’র ওজন-৭৯ কেজি। যার আনুমানিক মুল্য প্রায় পৌনে ২ কোটি টাকা বলে জানান ভোলাহাট থানার ওসি মো. রেজওয়ানুল হক।