ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
ভূমিকম্পের দশদিন পরেও অলৌকিকভাবে বেঁচে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার ঘটনাটি তুরস্কের আন্তাকিয়া শহরে। সেখানকার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ২২৮ ঘণ্টার পর এক নারীকে তার দুই শিশু সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই শিশু মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধা করা হয়েছে।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার বেশি। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।