ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মন্দিরের কুয়ায় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে পূজা চলাকালে মন্দিরের কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযান এখনো চলছে।

তিনি আরও জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন।

এর আগে বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কুয়ার ছাদ ধসের এ ঘটনা ঘটে। ওইদিন সকালে কয়েকশ’ পুণ্যার্থী মন্দিরে হাজির হয়েছিলেন।

পরে পূজা চলাকালীন কিছুসংখ্যক পুণ্যার্থী মন্দিরের ভেতরে থাকা ওই কূপের ছাদে উঠে পড়েন। কূপটি অনেক পুরোনো হওয়ায় সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে অনেক লোক একসঙ্গে সেই ছাউনির ওপর উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এএনআই, টাইমস্‌ অব ইন্ডিয়া, এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে মন্দিরের কুয়ায় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট সময় : ০৯:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে পূজা চলাকালে মন্দিরের কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি দেশটির সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও অভিযান এখনো চলছে।

তিনি আরও জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন।

এর আগে বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ইন্দোরের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে কুয়ার ছাদ ধসের এ ঘটনা ঘটে। ওইদিন সকালে কয়েকশ’ পুণ্যার্থী মন্দিরে হাজির হয়েছিলেন।

পরে পূজা চলাকালীন কিছুসংখ্যক পুণ্যার্থী মন্দিরের ভেতরে থাকা ওই কূপের ছাদে উঠে পড়েন। কূপটি অনেক পুরোনো হওয়ায় সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তবে অনেক লোক একসঙ্গে সেই ছাউনির ওপর উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এএনআই, টাইমস্‌ অব ইন্ডিয়া, এনডিটিভি।