ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মাটিতে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

ভারতের মাটিতে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলতে যায় প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দল। যেখানে ১৯০ রানে প্রথম প্রথম ইনিংসে অলআউট হয় মুম্বাই। সে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কুল শিক্ষার্থী সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকারের শতকে ৮ উইকেটে ৪৪৬ রান করে। ২৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেত নেমে ৮১ রানে অলআউট হয়ে যায় মুম্বাই যুবরা। ফলে বাংলাদেশের তিন দিনেই ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দল জয় পেয়েছে ইনিংস ও ১৭৪ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মুম্বাই ১৯০ রানে গুটিয়ে যায় প্রথম দিনে। পরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের নাস্তানাবুদ করে বাংলাদেশের ব্যাটাররা। তাতে লিড পায় ২৫৬ রানের। যেখানে প্রথমে সেঞ্চুরি পান সামিউন বশির রাতুল। ১০৫ করেন তিনি। তার দেখানো পথে হেঁটে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন দেবাশীষ সরকার। করেন ১০১ রান।

তবে বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের শুরুটা করে দিয়েছিলেন তিনে নামা রিফাত বেগ। সেঞ্চুরির পথে ছিলেন তিনিও। কিন্তু ৮ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ফলে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দল ৮ উইকেটে ৪৪৬ রানে ইনিংস ঘোষণা করে। ফলে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ৪ রান তুলতে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা।

আর আজ তৃতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগার যুবদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের ক্রিকেটাররা। আগের দিনে ৪ রানে শেষ করা ইনিংসে মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায় মুম্বাই যুবরা। আর এতেই ইনিংস ও ১৭৪ রানে জয় পায় বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা। বল হাতে বাংলাদেশের হয়ে শেখ ইমতিয়াজ নেন সর্বোচ্চ ৪ উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের মাটিতে ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

ভারতের মাটিতে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলতে যায় প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দল। যেখানে ১৯০ রানে প্রথম প্রথম ইনিংসে অলআউট হয় মুম্বাই। সে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কুল শিক্ষার্থী সামিউন বশির রাতুল ও দেবাশীষ সরকারের শতকে ৮ উইকেটে ৪৪৬ রান করে। ২৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেত নেমে ৮১ রানে অলআউট হয়ে যায় মুম্বাই যুবরা। ফলে বাংলাদেশের তিন দিনেই ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দল জয় পেয়েছে ইনিংস ও ১৭৪ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মুম্বাই ১৯০ রানে গুটিয়ে যায় প্রথম দিনে। পরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দলটি দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের নাস্তানাবুদ করে বাংলাদেশের ব্যাটাররা। তাতে লিড পায় ২৫৬ রানের। যেখানে প্রথমে সেঞ্চুরি পান সামিউন বশির রাতুল। ১০৫ করেন তিনি। তার দেখানো পথে হেঁটে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন দেবাশীষ সরকার। করেন ১০১ রান।

তবে বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের শুরুটা করে দিয়েছিলেন তিনে নামা রিফাত বেগ। সেঞ্চুরির পথে ছিলেন তিনিও। কিন্তু ৮ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ফলে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দল ৮ উইকেটে ৪৪৬ রানে ইনিংস ঘোষণা করে। ফলে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ৪ রান তুলতে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা।

আর আজ তৃতীয় দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগার যুবদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের ক্রিকেটাররা। আগের দিনে ৪ রানে শেষ করা ইনিংসে মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায় মুম্বাই যুবরা। আর এতেই ইনিংস ও ১৭৪ রানে জয় পায় বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা। বল হাতে বাংলাদেশের হয়ে শেখ ইমতিয়াজ নেন সর্বোচ্চ ৪ উইকেট।