বসতভিটা নিয়ে দ্বন্দ্ব
ভাঙা ঘরে পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন আজিজুল হক

- আপডেট সময় : ১০:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
তিনদিন ধরে পরিবার নিয়ে ভাঙা ঘরে রাত কাটাচ্ছেন চারঘাট পৌর এলাকার সরদহ এলাকার বাসিন্দা আজিজুল হক (৫৮)। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমীতে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। বসতভিটা নিয়ে দ্বন্দ্বে তার চাচাতো ভাই নজিবুল ইসলাম মাস্তান বাহিনী এনে বাড়িতে হামলা চালিয়ে দেয়াল ভেঙে জিনিসপত্র লুট করেছেন বলে থানায় অভিযোগ লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী আজিজুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক ভাবে পাওয়া জমির কিছু জমি (দৈর্ঘ ৩ ফিট ও প্রস্থে ৩০ ফিট) তার চাচাতো নজিমুল ইসলামের দখলকৃত অংশে রয়েছে। অপরদিকে নজিমুল ইসলামের কিছু জমি ( দৈর্ঘ ১ ফিট ও প্রস্থ ২০ ফিট) আজিজুল ইসলামের দখলকৃত অংশে রয়েছে। সম্প্রতি নজিমুল ইসলাম বাড়ির কাজ শুরু করলে আজিজুল ইসলামকে বাড়ির দেয়ালটি ভেঙে ফেলতে বলেন। তখন আজিজুল ইসলামও তার পাওনা অংশটুকু বুঝিয়ে দিতে বলেন। এ অবস্থায় বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর আমির হোসেনের কাছে অভিযোগ গেলে কাউন্সিলর দুই পক্ষকে ডেকে ঈদের পরে বিষয়টি নিয়ে সমঝোতায় বসা হবে বলে জানায়। এর মধ্যে গত সোমবার সকাল ৭টার দিকে নজিমুল ইসলাম মাস্তান বাহিনী এনে আজিজুল ইসলামের বাড়ির দেয়াল ভেঙে ফেলে বাড়িতে হামলা করেন।
ভুক্তভোগী আজিজুল ইসলাম বলেন, বাড়ির দেয়াল ভেঙে আমার বাড়িতে লুটপাট চালিয়েছে। আমি ভাঙা বাড়িতে অতি কষ্টে বসবাস করছি। মাস্তান বাহিনী দিয়ে প্রায় ১৩ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করেছে। আমার সহধর্মিনী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।
এ বিষয়ে জানতে নজিবুল ইসলামের কাছে একাধিকবার ফোন করলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।