সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ভবনে মিললো ৬৮ রাউন্ড গুলি
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাটির নিচে ৬৮ রাউন্ড গুলি পাওয়া গেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় গুলির সন্ধান পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। এগুলো রাইফেলের গুলি। তবে এগুলো দীর্ঘদিন আগের হওয়ায় মরিচা পড়ে গেছে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বরাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এ স্কুলে থাকতেন। ধারণা করা হচ্ছে, গুলিগুলো সে সময়ের।