ব্রাজিলকে টপকে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে। এদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর দুইটি প্রীতি ম্যাচেও কোনো গোল হজম না করেও র্যাঙ্কিংয়ের দুইয়ে।
ফিফা র্যাঙ্কিংয়ের এমন সমীকরণ মেনে নেওয়া তাই আর্জেন্টাইন সমর্থকদের জন্য কিছুটা কষ্টের। তবে আলবিসেলেস্তে ভক্তদের সুখবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’। ক্লারিনের বরাত দিয়ে জানা গিয়েছে, এপ্রিলের শুরুতেই ফিফার পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়েই ব্রাজিলকে টপকে শীর্ষস্থান দখল করবে আর্জেন্টিনা।
উল্লেখ্য, ফিফা র্যাঙ্কিংয়ের স্কোরিং পদ্ধতিটা বেশ জটিল। সাধারণত এক্ষেত্রে অতীত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ের অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিনের তথ্যমতে, এই হিসাবে মরক্কোর কাছে ২-১ গোলে হারের পর র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা।
ফলে বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে ক্লারিন। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র্যাঙ্কিংয়ের দুইয়ে আছে আলবিসেলেস্তেরা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর মেসি-ডি মারিয়ারা পেয়েছে ১.৫২ পয়েন্ট।
আর কুরাসাওয়ের বিপক্ষে আজ ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। তাই সব সমীকরণ মিলিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা শীর্ষে উঠবে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমটি।
এদিকে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে আজ (বুধবার) সকালে কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলায় মেসির হ্যাটট্রিক ছাড়া বাকি চারটি গোল করেন নিকোলাস গনজালেস, এনজো ফার্নান্দেজ, আনহেল ডি মারিয়া ও গনজালো মন্টিয়েল।