ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

বেড়েছে মোটা চালের দাম

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে পাইজাম চালের দাম। মোটাজাতের এই চাল কিনতে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা। যা গত সপ্তাহেও ৫০ টাকা ছিল।

শুক্রবার (৫ মে) সকালে রাজধানীর বাজার ঘুরে চালের দরের এই চিত্র দেখা গেছে।

বাজারভেদের চালের দামের পার্থক্য আছে। জাত ও কোম্পানিভেদেও কেজিতে এক থেকে দুই টাকা পার্থক্য দেখা গেছে।

নগরীর মোহাম্মদপুরের বাজারে মিনিকেট নামে যে চাল বিক্রি হচ্ছে তার কেজি প্রতি দাম নেওয়া হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। একই দামে বিক্রি হচ্ছে নাজির।

মোটা চালের মধ্যে পাইজাম ৫২ থেকে ৫৩ টাকা, আটাস চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গুটি চাল ৪৫ থেকে ৫০ টাকা।

চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বাজারের চাল বিক্রেতা আব্দুল হান্নান ঢাকা মেইলকে বলেন, ‘পাইজাম কেজিতে দুই টাকা বাড়তে৷ দাম তো বাড়তেই থাকে। প্রতিদিনই বাড়ে।’

বাজারে চাল কিনতে এসে ক্ষোভ প্রকাশ করলেন পারভীন বেগম। তিনি বলেন, ‘আগে চাউলের বস্তা কিনতাম। এখন পাঁচ কেজি, ১০ কেজি এমনে কিনি। সব জিনিসের দাম বেশি। একটা জিনিস বেশি কিনলে, আরেকটা কিনতে পারি না।’

এই ক্রেতা বলেন, ‘দামও তো ঠিক থাকে না। এখন একদাম, কাইল আরেক দাম!’

এছাড়া বাজারে বিক্রি হতে দেখা গেছে খুদের চাল। যার কেজি ৪৬ থেকে ৪৮ টাকা। আতপ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেড়েছে মোটা চালের দাম

আপডেট সময় : ০৭:৫৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে পাইজাম চালের দাম। মোটাজাতের এই চাল কিনতে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা। যা গত সপ্তাহেও ৫০ টাকা ছিল।

শুক্রবার (৫ মে) সকালে রাজধানীর বাজার ঘুরে চালের দরের এই চিত্র দেখা গেছে।

বাজারভেদের চালের দামের পার্থক্য আছে। জাত ও কোম্পানিভেদেও কেজিতে এক থেকে দুই টাকা পার্থক্য দেখা গেছে।

নগরীর মোহাম্মদপুরের বাজারে মিনিকেট নামে যে চাল বিক্রি হচ্ছে তার কেজি প্রতি দাম নেওয়া হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। একই দামে বিক্রি হচ্ছে নাজির।

মোটা চালের মধ্যে পাইজাম ৫২ থেকে ৫৩ টাকা, আটাস চাল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গুটি চাল ৪৫ থেকে ৫০ টাকা।

চালের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বাজারের চাল বিক্রেতা আব্দুল হান্নান ঢাকা মেইলকে বলেন, ‘পাইজাম কেজিতে দুই টাকা বাড়তে৷ দাম তো বাড়তেই থাকে। প্রতিদিনই বাড়ে।’

বাজারে চাল কিনতে এসে ক্ষোভ প্রকাশ করলেন পারভীন বেগম। তিনি বলেন, ‘আগে চাউলের বস্তা কিনতাম। এখন পাঁচ কেজি, ১০ কেজি এমনে কিনি। সব জিনিসের দাম বেশি। একটা জিনিস বেশি কিনলে, আরেকটা কিনতে পারি না।’

এই ক্রেতা বলেন, ‘দামও তো ঠিক থাকে না। এখন একদাম, কাইল আরেক দাম!’

এছাড়া বাজারে বিক্রি হতে দেখা গেছে খুদের চাল। যার কেজি ৪৬ থেকে ৪৮ টাকা। আতপ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে টাকা।