ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে ৪ সদস্যের কমিটি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ‌আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই ঘটনায় তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবারে (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপপরিচালক (জনসংযোগ) শাহাজাহান শিকদার।

এই কর্মকর্তা জানান, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। কমিটিকে আগামী পাঁচ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। ‌‌

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিকের বেশি। এখনো কয়েকজন নিখোঁজ আছেন।

এদিকে ভবনটিতে দ্বিতীয় দিনের মতো অভিযানের প্রস্তুতি নিচ্ছে ফায়ার সার্ভিস। ইতোমধ্যে ভবনের নিচতলার সামনের অংশের দোকানের মালামাল সরানো হচ্ছে। তবে আন্ডারগ্রাউন্ডে উদ্ধার অভিযান চালাতে রাজউক ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে ফায়ার সার্ভিস। এ কারণে উদ্ধার অভিযান শুরু করতে বিলম্ব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে ৪ সদস্যের কমিটি

আপডেট সময় : ০৬:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ‌আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই ঘটনায় তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবারে (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপপরিচালক (জনসংযোগ) শাহাজাহান শিকদার।

এই কর্মকর্তা জানান, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। কমিটিকে আগামী পাঁচ দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। ‌‌

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিকের বেশি। এখনো কয়েকজন নিখোঁজ আছেন।

এদিকে ভবনটিতে দ্বিতীয় দিনের মতো অভিযানের প্রস্তুতি নিচ্ছে ফায়ার সার্ভিস। ইতোমধ্যে ভবনের নিচতলার সামনের অংশের দোকানের মালামাল সরানো হচ্ছে। তবে আন্ডারগ্রাউন্ডে উদ্ধার অভিযান চালাতে রাজউক ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে ফায়ার সার্ভিস। এ কারণে উদ্ধার অভিযান শুরু করতে বিলম্ব হচ্ছে।