বিসিবির সম্মাননা প্রত্যাখ্যান করলেন সাকিব
- আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
ক্রিকেট বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম যেন তারার মতো উজ্জ্বল। গতকাল সাগরিকায় ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৩০০ উইকেট নিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বর্তমানে ক্রিকেট চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ৩০০ উইকেট ও ছয় হাজারের অধিক রান করা একমাত্র ক্রিকেটার সাকিব। টাইগার অলরাউন্ডারের এমন কীর্তির দিনে তাকে সম্মাননা জানাতে চেয়েছিল বিসিবি, তবে তাতে সাড়া দেননি তিনি।
সাগরিকায় শেষ ওয়ানডে ম্যাচ যেনো শুধু সাকিব, ব্যাটে হাতে যেমন ছড়িয়েছেন তাণ্ডব, তেমনি বল হাতেও। প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
এছাড়া তৃতীয় ক্রিকেটার এবং বাঁহাতি স্পিনার হিসেবে ৬ হাজার রান ও ৩০০ উইকেটে ছুঁলেন বাংলাদেশের টাইগার অলরাউন্ডার। এ তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিলো। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট নিবেন না বলে জানান সাকিব। নিজের নাম ঘোষণা করতেও নিষেধ করেন তিনি। টাইগার ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মাননা নেবেন না।’
ওয়ানডে সিরিজের পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এই সিরিজটি হবে দুই দলের মাঝে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৯ মার্চ চট্টগ্রামে মুখোমুখি হবে জস বাটলার ও সাকিব আল হাসানের দল।