ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

আসন্ন ভারত বিশ্বকাপের দশটি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সরাসরি এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা পায় আটটি দল। বাকি দুইটি দল বাছাই পর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছে। চলমান বিশ্বকাপ বাছাই পর্ব থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। আজ হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে মাঠে এই দুই দল। আগে ব্যাট করতে নেমে লঙ্কানদের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় ডাচরা। ফলে ১২৮ রানের বিশাল জয়ে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

উইন্ডিজ-স্কটল্যান্ডকে কাঁদিয়ে ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে পিটার বুরেনদের উত্তরসূরিরা। ডাচদের সঙ্গে বিশ্বকাপের সঙ্গী শ্রীলঙ্কা। আজ হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হয় দুই দল।

ফাইনালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্স। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। ম্যাচের ১১তম ওভারে পাথুম নিসাংকা ফিরে গেলে কিছুটা চপে পড়ে লঙ্কানরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন কুশল মেন্ডিস ও শাহান আরাছহিগে।

তাদের ৭২ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় শানাকারা। তবে শেষদিকে ডাচ বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪৮তম ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় পুরো দল। সর্বোচ্চ ৫৭ রান করেন আরাছহিগে।

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডস। তবে পঞ্চম ওভারে নিজেদের প্রথম উইকেট হারানোর পর বিপাকে পড়ে ডাচরা।

লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ব্যাটাররা। ২৪ তম ওভারেই মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় পুরো দল। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট নেন থিকসেনা ও ৩টি উইকেট নেন হাসারাঙ্গা।

চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করলেও আইসিসির নিয়মের কারণে বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবেই খেলতে হবে শানাকাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ বাছাই পর্বের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৫:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

আসন্ন ভারত বিশ্বকাপের দশটি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সরাসরি এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা পায় আটটি দল। বাকি দুইটি দল বাছাই পর্ব পেরিয়ে ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছে। চলমান বিশ্বকাপ বাছাই পর্ব থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। আজ হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে মাঠে এই দুই দল। আগে ব্যাট করতে নেমে লঙ্কানদের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় ডাচরা। ফলে ১২৮ রানের বিশাল জয়ে বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

উইন্ডিজ-স্কটল্যান্ডকে কাঁদিয়ে ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে পিটার বুরেনদের উত্তরসূরিরা। ডাচদের সঙ্গে বিশ্বকাপের সঙ্গী শ্রীলঙ্কা। আজ হারারে স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হয় দুই দল।

ফাইনালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্স। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। ম্যাচের ১১তম ওভারে পাথুম নিসাংকা ফিরে গেলে কিছুটা চপে পড়ে লঙ্কানরা। তবে তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন কুশল মেন্ডিস ও শাহান আরাছহিগে।

তাদের ৭২ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় শানাকারা। তবে শেষদিকে ডাচ বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪৮তম ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে যায় পুরো দল। সর্বোচ্চ ৫৭ রান করেন আরাছহিগে।

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডস। তবে পঞ্চম ওভারে নিজেদের প্রথম উইকেট হারানোর পর বিপাকে পড়ে ডাচরা।

লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ব্যাটাররা। ২৪ তম ওভারেই মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় পুরো দল। শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট নেন থিকসেনা ও ৩টি উইকেট নেন হাসারাঙ্গা।

চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করলেও আইসিসির নিয়মের কারণে বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবেই খেলতে হবে শানাকাদের।