বিজ্ঞান ক্লাব পরিচালনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ
- আপডেট সময় : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্যাম্পেইন কর্মসূচির চর্তূথ অংশের ৫টি বিজ্ঞান ক্লাব পরিচালনা কমিটির মোট ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে “স্থানীয় স্কুল-কলেজ পযার্য়ে জলবায়ু পরিবর্তন, সাম্প্রদায়িক সম্প্রীতি, জেন্ডার সমতা ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারাভিযান সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
আজ রবিবার প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিলো নিজ নিজ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও অভিযোজনকে কেন্দ্র করে আর্ন্তজাতিক পর্যায়ে “ভৎরফধু ভঁঃঁৎব সড়াবসবহঃ- এর গুরুত্ব ও করণীয়”, “জাতিগত সম্প্রীতি, জাতিগত পরিচয়, অন্যান্য জাতিসত্ত্বার আচরণ ও করণীয়”, “জেন্ডার সমতা, বাল্যবিবাহ প্রতিরাধে করণীয়”, “নারীর প্রতি সহিংসতা ও ইভটিজিং প্রতিরোধ”, কমিটি পরিচালনা উক্ত বিষয়ে সিসিবিভিও’র ভূমিকা”।উক্ত প্রশিক্ষণের আলোচনায় সহায়ক ও প্রশিক্ষণ পরিচালানা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ^াস, তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত মিলন।