ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল কারামুক্ত

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৯ বার পড়া হয়েছে

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে।

ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে কারারুদ্ধ হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

হাবিব উন নবী সোহেল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল কারামুক্ত

আপডেট সময় : ১১:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে।

ছাত্রদলের সাবেক এই সভাপতির বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়। এসব মামলায় হাজিরা দিতে গিয়ে কারারুদ্ধ হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

হাবিব উন নবী সোহেল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ছিলেন। বর্তমানে তিনি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব।