ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক, কলাবাগান থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক কমিশনার সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় ফখরুল বলেন, সিরাজুল ইসলাম সিরাজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

উল্লেখ্য, গতকাল রাত ৩ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম সিরাজ ইন্তেকাল করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

আপডেট সময় : ০৯:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক, কলাবাগান থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক কমিশনার সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় ফখরুল বলেন, সিরাজুল ইসলাম সিরাজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

উল্লেখ্য, গতকাল রাত ৩ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম সিরাজ ইন্তেকাল করেছেন।