ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিন শান্তি সমাবেশ করবে আ.লীগ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিনও মাঠে থাকবে আওয়ামী লীগ। আগামী ১১ জানুয়ারি রাজধানীতে শান্তি সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এছাড়া ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বরের মত প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান রোববার (৮ জানুয়ারি) বলেন, ১১ জানুয়ারি আমাদের কর্মসূচি রয়েছে। আমরা সমাবেশের মতো কর্মসূচির কথা ভাবছি। এ কর্মসূচি সামনে রেখে সোমবার আমরা বর্ধিত সভা করব।

অন্যদিকে ১১ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, ১১ তারিখে আমাদের শান্তির সমাবেশ কর্মসূচি রয়েছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ঐদিন প্রতিটি থানা ওয়ার্ডের আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি বিএনপির দেশব্যাপি গণঅবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ এবং ৩০ ডিসেম্বর দলটির গণমিছিল কর্মসূচির দিনও রাজধানীর পাড়া-মহল্লা প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক পাহারায় ছিল আওয়ামী লীগ।

সুত্রঃ সোনালীনিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিন শান্তি সমাবেশ করবে আ.লীগ

আপডেট সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিনও মাঠে থাকবে আওয়ামী লীগ। আগামী ১১ জানুয়ারি রাজধানীতে শান্তি সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

এছাড়া ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বরের মত প্রতিটি থানা ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান রোববার (৮ জানুয়ারি) বলেন, ১১ জানুয়ারি আমাদের কর্মসূচি রয়েছে। আমরা সমাবেশের মতো কর্মসূচির কথা ভাবছি। এ কর্মসূচি সামনে রেখে সোমবার আমরা বর্ধিত সভা করব।

অন্যদিকে ১১ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, ১১ তারিখে আমাদের শান্তির সমাবেশ কর্মসূচি রয়েছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য ঐদিন প্রতিটি থানা ওয়ার্ডের আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি বিএনপির দেশব্যাপি গণঅবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ এবং ৩০ ডিসেম্বর দলটির গণমিছিল কর্মসূচির দিনও রাজধানীর পাড়া-মহল্লা প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক পাহারায় ছিল আওয়ামী লীগ।

সুত্রঃ সোনালীনিউজ