বিএনপির আন্দোলনে নেতৃত্ব দেয়ার মতো নেতা নেই: কাদের
- আপডেট সময় : ০৩:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলনের নেতৃত্বের নেতা নেই। নেতাকর্মীদের জনস্রোত কিভাবে নামাতে হয় বিএনপিকে এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর নতুন বাজারের মাদানী এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপির অসুস্থ আন্দোলন এখন হাসপাতালে। আমরা অসুস্থ রাজনীতি করি না। বিএনপি ভুয়া অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে অসুস্থতার নাটক করে।
ওবায়দুল কাদের বলেন, কবে হবে আন্দোলন? এই মাসে নাকি ওই মাসে? বিএনপি জোট ভুয়া, ৫৪টা দল ৫টা অশ্বডিম্ব। ৫৪ দলের নেতা কে? আগামী নির্বাচনে আমাদের নেতা শেখ হাসিনা, ৫৪ দলের নেতা কে? কেউ বলেন লন্ডনে, কেউ বলে বাসায়। দুজনই আদালতে দোষী ব্যক্তি।
সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমাদের কথার উত্তর দিত চায় না। বঙ্গবন্ধুর খুনিদের কেনো আইন করে মুক্তি দেয়া হয়েছে এবং ৭ দফা কেনো বাদ দেয়া হয়েছে এসব প্রশ্নের উত্তরে বিএনপি নিরব।মসত্যের জবাবে বিএনপির নেতারা নীরব।
ডোনাল্ড লু প্রসঙ্গে কাদের বলেন, আগামী জানুয়ারিতে খেলা হবে নির্বাচনের মাধ্যমে লুটপাটের বিরুদ্ধে, ফাইনাল খেলা হবে প্রস্তুত হয়ে যান। বিএনপির আমলের গরিব বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আমেরিকার দূতাবাসে গিয়ে নালিশের পর নালিশ করে অস্থির হয়ে গেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ বিএনপি জামায়াতের সময় ব্যর্থ রাষ্ট্র এখন সেটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বিএনপি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।
হানিফ বলেন, জিয়া কখনোই মুক্তিযোদ্ধা ছিলো না। এদেশের স্বাধীনতা কারো দয়ায় বা টেবিল মিটিং এর মাধ্যমে নয় বঙ্গবন্ধুর আন্দোলনের মাধ্যমে এসেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি, বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম।