বাড়ল দাম, সোনার ভরি প্রায় লাখ টাকা
- আপডেট সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে।
এদিকে মার্চ মাস জুড়েই আন্তর্জাতিক বাজারে ক্রমাগত বাড়ছিলো স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকখাতে অস্থিরতা দেখা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়ে যায় স্বর্ণের দাম।
তবে শেষ সময়ে এসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার (২৯ মার্চ) বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালী ধাতুর মূল্য।
ব্যাংকখাতের অস্থিরতা দেখা দেওয়ার পর বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ করে চাহিদা বাড়ায় স্বর্ণের দামও তর তর করে বাড়তে থাকে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
অপরদিকে বুধবার ফিউচার গোল্ড প্রতি আউন্স বেঁচা-কেনা হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম।