বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় নকল, বহিষ্কার ৩০

- আপডেট সময় : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
পরীক্ষা কেন্দ্রে মোবাইল আনা ও নকল করার অপরাধে অন্তত ৩০ জনকে বহিষ্কার করেছে বার কাউন্সিল। পাশাপাশি বেশ কয়েকজন পরীক্ষার্থীকে সাজা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের লিখিত পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব কামাল হোসেন সিকদার।
তিনি বলেন, নকল এবং অপরাধ করার ক্ষেত্রে আমরা নীতি অবলম্বন করছি। যারা মোবাইল ও নকল এনেছিলেন তাদেরকে আমরা বহিষ্কার করেছি। পাশাপাশি সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সাজা দিয়েছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করার সময় এসব অপরাধের কারণে তাদেরকে সাজা দেন।
এদিন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়।
আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। এবারের বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮ জন। গত ২৫ এপ্রিল
বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী হওয়ার দ্বিতীয়ধাপের পরীক্ষায় তারা অংশ নিয়েছেন।
উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।