সংবাদ শিরোনাম ::
‘বাম-ডান সবাই মিলে শেখ হাসিনাকে উৎখাতে উঠে পড়ে লেগেছে’: ওবায়দুল কাদের
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাম-ডান সবাই মিলে একাকার হয়ে গেছে। তারা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) তিনি ফেনীতে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে। প্রস্তুত আছে জঙ্গিবাদের বিরুদ্ধে। ভোটচোরদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে আমরা প্রস্তুত। ওদের রুখতে হবে, জঙ্গিবাদ রুখতে হবে। স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে। আমরা মাঠে আছি। আপনারা সজাগ থাকবেন।