বানেশ্বরে গরিব দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘নন্দন সাহিত্য একাডেমী’ নামে একটি সংগঠন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় পাঁচশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নন্দন সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখা সভাপতি মেহেদী হাসান, মাসরাফুল রহমান সুইট প্রমুখ।
সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের অর্থে এ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদ। প্রতিষ্ঠানের মাধ্যমে রাজশাহীসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।