ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘বাজারের নৈরাজ্যে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে’

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্রমজীবী, স্বল্পআয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের খামখেয়ালিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, শ্রমজীবী-মেহনতি মানুষের ঘরে ঘরে হাহাকার। বিস্ময়কর হচ্ছে মানুষের এই চরম কষ্ট দেখার কেউ নেই।

শুক্রবার (৫ মে) বিকেলে দলের সেগুনবাগিচা মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন ও জনগণের ওপর নতুন গজবের সামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এ সময় জরুরি পরিসেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার সরকারি পাঁয়তারাকে শ্রমিক অধিকারের পরিপন্থী ও আইএলও কনভেনশনের গুরুতর লঙ্ঘন আখ্যায়িত করে এই অপতৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

শ্রমিক নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে সংগঠনটির আহ্বায়ক শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কবি জামাল সিকদার, প্রদীপ রায়, উসমান গণি, কামরুজ্জামান, শামীম আহমেদ, আবদুল গণি, নূরুল ইসলাম প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘বাজারের নৈরাজ্যে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে’

আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে শ্রমজীবী, স্বল্পআয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের খামখেয়ালিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, শ্রমজীবী-মেহনতি মানুষের ঘরে ঘরে হাহাকার। বিস্ময়কর হচ্ছে মানুষের এই চরম কষ্ট দেখার কেউ নেই।

শুক্রবার (৫ মে) বিকেলে দলের সেগুনবাগিচা মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন ও জনগণের ওপর নতুন গজবের সামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

এ সময় জরুরি পরিসেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার সরকারি পাঁয়তারাকে শ্রমিক অধিকারের পরিপন্থী ও আইএলও কনভেনশনের গুরুতর লঙ্ঘন আখ্যায়িত করে এই অপতৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

শ্রমিক নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে সংগঠনটির আহ্বায়ক শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কবি জামাল সিকদার, প্রদীপ রায়, উসমান গণি, কামরুজ্জামান, শামীম আহমেদ, আবদুল গণি, নূরুল ইসলাম প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন।