সংবাদ শিরোনাম ::
বাঘায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবা ট্যবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর ডিবি পুলিশের একটি অপারেশন দল বুধবার (২৮ জুন) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-আড়পাড়া গ্রামের সাহাবুল ইসলাম বাদশার ছেলে পলাশ হোসেন (২৫) ও হারুনুর রশিদের ছেলে হাসিবুল হাসান রাজন (৩০) এবং কলিগ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহিনুর রহমান ডলার (২০)।
রাজশাহীর ডিবি ওসি আবদুল হাই বলেন, এই প্রতারক চক্র বুধবার রাতে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছেল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে ৮৪ গ্রাম হোরোইন ও ৫০ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে তাদের নামে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান বাঘা থানার ওসি খায়রুল ইসলাম।