বাঘায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

- আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম সুরাইয়া খাতুন (৬)। সে পীরগাছা গ্রামের সাইদুর রহমান ইসলাম সাধুর মেয়ে। পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল সে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পীরগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে সুরাইয়া চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরে নেমে তারা লাফালাফি করতে থাকে। পরে ওই পুকুরে স্থানীয় সম্রাট আলীসহ কয়েকজন গোসল করতে যায়। সেখানে একটি শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার করে তারা।
এ সময় অন্যরা এগিয়ে গিয়ে সুরাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।