বাঘায় পদ্মায় নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
বাঘার পদ্মায় নিখোঁজ ৮ বছরের শিশু রেখা খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৫-০৪-২০২৩) দুপুর ১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের লুকন্তা সর্দারপাড়া এলাকার পদ্মায় ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
গত সোমবার দুপুর আনুমানিক ৩ টায় বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের কালিদাশখালি এলাকার পদ্মায় খালাতো-মামাতো ভাই বোনদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু রেখা খাতুন। বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম জানান, রেখা খাতুন লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রেজ্জেক আলীর মেয়ে।
চকরাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডিএম মনোয়ার বাবুল জানান,শিশু রেখা খাতুনের নানা নাজিম উদ্দিনের বাড়ি উপজেলার পদ্মার চরাঞ্চলের কালিদাশখালি গ্রামে। ঈদ উপলক্ষে মা ফেরদৌসী বেগমের সাথে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল রেখা খাতুন। সেখানে খালাতো-মামাতো ভাই বোনদের সঙ্গে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু রেখা খাতুন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখভাল করছে। নৌ পুলিশের ঈশ্বরদী লক্ষীকুন্ডা ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) জামাল মিঞা জানান,ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে শিশুর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।