বাগমারায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে প্রকল্প পরিচালক
- আপডেট সময় : ০৪:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী (যুগ্ম সচিব)। মঙ্গলবার দুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রর পরির্দশনে আসেন তিনি।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে উপজেলার মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বন্যা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্রটি পরিদর্শন কালে কাজের গুণগত মান ঠিক থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক।
এখানে বিভিন্ন দূর্যোগে নিরাপদে আশ্রয় নিতে পারবেন লোকজন। এদিকে দূর্যোগকালীন সময়ে বিদ্যালয়টি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রটিতে পাঠদান কার্যক্রম চলমান থাকবে।
বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সালাহ্ উদ্দীন আল ওয়াদুদ, প্রকল্পের সহকারী প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ প্রমুখ।