বাগমারায় গরু ও মুরগীর মাংসের দাম কেবলই বাড়ছে

- আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় গরুর মাংস ও ব্রয়লার মুরগীর দাম কেবলই বেড়েই চলেছে। স্থানীয় বাজারে গরুর মাংস এক লাফে ১০০ টাকা বেড়েছে। আর ১৫০ টাকার ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। আগে দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা কেজি, সেই ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২৫০ টাকা। আর একটু বাড়লেই ছুঁয়ে ফেলবে দুই শর ঘর। ফলে নিম্ন আয়ের মানুষের কাছে মাংস কিনে খাওয়া এখন দুঃস্বপ্ন। আসছে রমজানে আরো দাম বাড়বে বলে আশঙ্খা ক্রেতাদের। ভবানীগঞ্জ পৌর বাজার, তাহেরপুর পৌর বাজার, শিকদারী, মচমইল, মোহনগঞ্জ ও হাটগাঙ্গোপাড়া বাজার ঘুরে দেখা গেছে ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগী ২৫০ টাকা এবং দেশি মুরগী ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিকদারী বাজারে মাংস কিনতে আসা দিনমজুর আবেদ আলী জানান, বাড়িতে মেহমান এসেছে। তাই এককেজি গরুর মাংস কিনতে এসেছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় হাফ কেজি মাংস কিনেছি। এখন বেশি করে আলু দিয়ে এই মাংস রান্না করে মেহমানদারী করব ভাবছি। একই হাটের মাংস ব্যবসায়ী কসাইদার আকতার হোসেন জানান, গরুর হাটে আমদানী কম। অনেকে কোরবানীর গরু কিনতে হাটে আসছেন। ফলে গরুর চাহিদা বেড়েছে। ৪০ হাজার টাকার গরু ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চামড়ার দাম নেই বললেই চলে। তিনি আরো বলেন, গত দুই সপ্তাহ আগে আমরা ৫৫০ টাকা কেজি দলে মাংস বিক্রি করেছি। এখন ৬৫০ টাকা দরে বিক্রি করেও লাভ টিকানো মুস্কিল হয়ে পড়েছে। তার মতে ভারত থেকে আগের মত আর গরু আসছে না এবং স্থানীয় গরু দিয়ে ক্রেতাদের চাহিদাও মেটানো যাচ্ছে না। ফলে গরুর মাংসের দাম এখন যা আছে রমজান মাসে আরো বাড়ার আশংঙ্খা করা যাচ্ছে।