ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে ভর্তি পরীক্ষার হল তদারকি টিমের পরিদর্শন

আরিফ রববানী , ময়মনসিংহ ||
  • আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বাকৃবি কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে এ পরীক্ষার তদারকি করেন বাকৃবি সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমদাদুল হক চৌধুরী,বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ তদারকি টিম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর জানান , শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২ হাজার ৬২০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১৪৯ জন উপস্থিত ছিলেন। অংশ নেননি ১ হাজার ৪৭১ জন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৩৪।

সুত্র জানিয়েছে-গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। গাণিতিক সমস্যাগুলোর সমাধান তুলনামূলক জটিল ছিল, বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া সমস্যাগুলোর সমাধান করতে একটু অসুবিধা হয়েছে। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে।

ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের কক্ষ খোঁজা, বিশ্ববিদ্যালয়ে থাকাসহ নানা বিষয়ে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের সহযোগিতা পেয়ে খুশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীরা জানায়- সকাল সাতটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছানোর পর বিভিন্ন ছাত্র সংগঠনের সাহায্যকেন্দ্র থেকে ভাইয়া-আপুরা হলে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেন। পরে পরীক্ষার কক্ষ খুঁজতেও সহযোগিতা করেন। এমন পরিবেশ দেখে সত্যিই খুব ভালো লেগেছে তাদের

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, স্থানীয় কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও কষ্ট উভয়ই লাঘব হয়েছে। পরীক্ষা হলের সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় তিনি কোতোয়ালি ওসিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাকৃবিতে ভর্তি পরীক্ষার হল তদারকি টিমের পরিদর্শন

আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বাকৃবি কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে এ পরীক্ষার তদারকি করেন বাকৃবি সদ্য নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমদাদুল হক চৌধুরী,বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ তদারকি টিম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল মনসুর জানান , শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রের ২৪৬টি কক্ষে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১২ হাজার ৬২০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১৪৯ জন উপস্থিত ছিলেন। অংশ নেননি ১ হাজার ৪৭১ জন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৩৪।

সুত্র জানিয়েছে-গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে। গাণিতিক সমস্যাগুলোর সমাধান তুলনামূলক জটিল ছিল, বিশেষ করে ক্যালকুলেটর ছাড়া সমস্যাগুলোর সমাধান করতে একটু অসুবিধা হয়েছে। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে।

ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের কক্ষ খোঁজা, বিশ্ববিদ্যালয়ে থাকাসহ নানা বিষয়ে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের সহযোগিতা পেয়ে খুশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীরা জানায়- সকাল সাতটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছানোর পর বিভিন্ন ছাত্র সংগঠনের সাহায্যকেন্দ্র থেকে ভাইয়া-আপুরা হলে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেন। পরে পরীক্ষার কক্ষ খুঁজতেও সহযোগিতা করেন। এমন পরিবেশ দেখে সত্যিই খুব ভালো লেগেছে তাদের

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, স্থানীয় কোতোয়ালী মডেল থানা পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও কষ্ট উভয়ই লাঘব হয়েছে। পরীক্ষা হলের সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় তিনি কোতোয়ালি ওসিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।